মিরপুরে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৫ মিনিট

ছবি: ফিরোজ আহমেদ

১৮তম ওভারে শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। বোলিং প্রান্তে চলে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। এর মাঝেই হুট করে বন্ধ হয়ে যায় সব আলো। অন্ধকারে চলে যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

রাত ৯টা ১৫ মিনিটে বিদ্যুৎ বিঘ্ন হওয়ায় স্বভাবতই বন্ধ হয়ে যায় খেলা। ৯টা ২০ মিনিটে বিদ্যুৎ ফিরে এলে ফ্লাড লাইট জ্বলতে শুরু করে। ৯টা ২৩ মিনিটে শুরু হয় খেলা। মিরপুরে এমন বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধের ঘটনা বেশ আগে। ২০১৪ সালে এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচে হুট করে বিদ্যুৎ চলে গেলে কয়েকমিনিট বন্ধ ছিল খেলা।

শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ- জিম্বাবুয়ের খেলা শুরুতে পড়েছিল বৃষ্টি বিঘ্নতায়। সারা দিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার বদলে খেলা শুরু হয় রত ৮টায়।  ২০ ওভার থেকে খেলা নেমে আসে ১৮ ওভারে।

এরমধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮ মিনিট নষ্ট হওয়ায় খেলার সময় আরও লম্বা হলো। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ১৪৪ রান করেছে জিম্বাবুয়ে। 

Comments

The Daily Star  | English

New polls timing: BNP upbeat, process irks Jamaat, NCP

The interim government’s revised election timeline with certain conditions has stirred cautious optimism as well as raised questions among  political parties.

9h ago