ফের রেকর্ডের পাতায় ফাতি, সুয়ারেজের জোড়া গোল

ansu fati
আনসু ফাতি। ছবি: এএফপি

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বার্সেলোনার উদীয়মান ফুটবলার আনসু ফাতি। শনিবার রাতে (১৫ সেপ্টেম্বর) ক্যাম্প ন্যুতে নিজ দলের দর্শকদের সামনে গোল করে এবং গোল করিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন এই তরুণ উইঙ্গার। সেই সঙ্গে জোড়া গোল করেছেন চোট থেকে সেরে উঠে মাঠে নামা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে কাতালানরা।

স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সেলোনা জিতেছে ৫-২ গোলের বড় ব্যবধানে। চলতি লিগে এটি আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর লিগের বর্তমান চ্যাম্পিয়নরা রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়েছিল ৫-২ গোলে। এরপর ওসাসুনা অবশ্য আটকে দেয় বার্সাকে। ম্যাচটি শেষ হয়েছিল ২-২ গোলে।

একবিংশ (চলমান) শতাব্দীতে লা লিগার একই ম্যাচে নিজে গোল করা এবং সতীর্থকে দিয়ে গোল করানো সর্বকনিষ্ঠ ফুটবলার ফাতি। রেকর্ড গড়ার রাতে তার বয়স ১৬ বছর ৩১৮ দিন। বার্সার হয়ে এর আগে দুটি ম্যাচ খেললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষেই প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পান ফাতি। আর মাঠে নেমেই করেন বাজিমাত।

ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাসে লক্ষ্যভেদ করেন গিনি-বিসাউয়ে জন্ম নেওয়া ফাতি। পাঁচ মিনিট পর এই দুজনের জুটিতেই ব্যবধান বাড়ায় বার্সা। এবারে ফাতির পাসে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠান নেদারল্যান্ডসের মিডফিল্ডার ডি ইয়ং।

আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বদলি হিসেবে নেমেও গোল পেয়েছিলেন ফাতি। লা লিগায় বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এটি। তিনি পেছনে ফেলেন বার্সার সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড বোজান কিরকিচকে।

আরও পড়ুন:

মেসি-ইনিয়েস্তারা পারেননি, পারলেন ফাতি

২৭তম মিনিটে কেভিন গামেইরো ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল শোধ করেন। তবে বিরতির পর ৫১তম মিনিটে জেরার্দ পিকের গোলে ফের ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। এই মৌসুমে বার্সা থেকে ভ্যালেন্সিয়ায় যোগ দেওয়া গোলরক্ষক জ্যাসপার সিলেসেনের ভুলের পুরো ফায়দা আদায় করে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

ফাতির বদলি হিসেবে ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামেন সুয়ারেজ। পরের মিনিটেই একক প্রচেষ্টায় জালের ঠিকানা খুঁজে পান তিনি। এরপর ৮২তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যানের পাস পেয়ে জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন উরুগুইয়ান তারকা।

ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাক্সি গোমেজ অতিথিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। তাতে অবশ্য বার্সার জয়োল্লাসে কোনো ব্যাঘাত ঘটেনি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার চার নম্বর স্থানে রয়েছে দলটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা বিলবাওয়ের পয়েন্টও ৮।

আরও পড়ুন:

বেনজেমার জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

5h ago