তিন মাসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে বীমা কোম্পানির লাইসেন্স বাতিল
দেশের যেসব বীমা কোম্পানি এখনো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি সেসব কোম্পানিকে আগামী তিন মাসের মধ্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে যেসব কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারবে না তাদের লাইসেন্স প্রাথমিকভাবে সাময়িক বাতিল করা হবে।
দেশের সকল বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানিয়েছেন। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) মিলনায়তনে আজ এই বৈঠক হয়।
এ ব্যাপারে বীমা খাতের উদ্যোক্তারাও একমত হয়েছেন বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
তবে লাইসেন্সের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিক কোম্পানি মিলে একীভূত হওয়ার সুযোগ পাবে জানিয়ে মুস্তফা কামাল বলেন, তারপরও যেসব কোম্পানি শেয়ারবাজারে আসতে পারবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে।
দেশে বর্তমানে সরকারি বেসরকারি মিলে মোট ৭৮টি লাইফ ইনস্যুরেন্স এবং নন লাইফ ইনস্যুরেন্স আছে। এরমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে ৪৭টি। বাকী ৩১টি শেয়ার বাজারের বাইরে রয়েছে।
Comments