জাবি উপাচার্যের অপসারণ দাবি ফখরুলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের টাকা ছাত্রলীগ নেতাদের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ ওঠায় উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘থলের বিড়ালের মতো’ দুর্নীতির কথা বেরিয়ে আসায়, উপাচার্যের পদত্যাগ করা উচিত অথবা তাকে অব্যাহতি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ফখরুল।
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ফখরুল। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, “টাকা ভাগাভাগির এই বিষয়টিকে ‘ফেয়ার শেয়ার’ নাম দিয়েছে ছাত্রলীগ। …এই ফেয়ার শেয়ার এর মধ্যে আবার এখন ভাইস-চ্যান্সেলরের নাম চলে এসেছে। উনি নাকি ইতিমধ্যে এক কোটি টাকা ৬০ লাখ টাকা দিয়েছেন। দ্রুত তার পদত্যাগ করা উচিত অথবা তাকে অব্যাহতি দেওয়া দরকার।”
“ছাত্রলীগের দুই নেতাকে বের করে দিয়ে তারা স্বীকার করেছেন যে দুর্নীতি চলছে,” যোগ করেন ফখরুল।
আরও পড়ুন:
সবাই মিলে দুর্নীতি করছে এটা প্রমাণ হয়ে গেছে: ফখরুল
অডিও ফাঁস: উপাচার্য নিজেই টাকা ভাগ করে দিয়েছেন
উপাচার্য-ছাত্রলীগ পাল্টাপাল্টি অভিযোগ ও পক্ষ-বিপক্ষের শিক্ষক ভাবনা
আমরা ‘ন্যায্য পাওনা’ দাবি করেছিলাম: রাব্বানী
মিথ্যা বলেছে ছাত্রলীগ, ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন জাবি উপাচার্য
Comments