রোমে বাংলাদেশি তরুণের সততার দৃষ্টান্ত

ইতালির রাজধানী রোমের রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বাংলাদেশি এক তরুণ। সেই মানিব্যাগের ভেতরে ছিলো দুই হাজার ইউরো। তবে পুরো টাকাসহ মানিব্যাগটি এর মালিককে ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রতিদান হিসেবে তাকে পুরস্কার দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।
Mossan Rasal
পুলিশের উপস্থিতিতে কুড়িয়ে পাওয়া মানিব্যাগটি এক মালিককে ফিরিয়ে দিয়েছেন মুসান রাসেল। ছবি: টুইটার থেকে নেওয়া

ইতালির রাজধানী রোমের রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বাংলাদেশি এক তরুণ। সেই মানিব্যাগের ভেতরে ছিলো দুই হাজার ইউরো। তবে পুরো টাকাসহ মানিব্যাগটি এর মালিককে ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রতিদান হিসেবে তাকে পুরস্কার দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।

বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মুসান রাসেল (২৩) নামের ওই বাংলাদেশি নাগরিক গত শুক্রবার রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটির ভেতরে অনেক নোট, ক্রেডিট কার্ড এবং অন্যান্য মূল্যবান কাগজপত্র ছিলো। এরপর মানিব্যাগটিকে তিনি তুলে দেন স্থানীয় পুলিশের হাতে।

পুলিশ মানিব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করে সেটি তাকে ফিরিয়ে দেয়। মুসান রাসেলের সততার দৃষ্টান্তে অভিভূত হয়ে তাকে পুরস্কার দিতে চেয়েছিলেন মানিব্যাগের মালিক। কিন্তু রাসেল সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন।

কেনো তিনি পুরস্কার প্রত্যাখ্যান করলেন? জানতে চাইলে মুসান বলেন, “আমি ঘটনাচক্রে মানিব্যাগটি খুঁজে পেয়েছিলাম। এর জন্য আমাকে পুরস্কার দেওয়া ঠিক নয়।”

প্রসঙ্গত, দুই হাজার ইউরো বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকার সমপরিমাণ।

Comments