আইয়ুব বাচ্চুর সেই গিটারের উদ্বোধন আগামীকাল

আগামীকাল (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আইয়ুব বাচ্চুর সেই গিটার। সেদিন সন্ধ্যায় ‘রূপালি গিটারের কবি’-র মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে তৈরি ভাস্কর্য। ছবি: সংগৃহীত

আগামীকাল (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আইয়ুব বাচ্চুর সেই গিটার। সেদিন সন্ধ্যায় ‘রূপালি গিটারের কবি’-র মৃত্যুবার্ষিকীর এক মাস আগে ভাস্কর্যটির উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু গত বছরের ১৮ অক্টোবর পাড়ি জমান না ফেরার দেশে।

চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুকে স্মরণে রাখতে এই আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশন।

শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দুই মাস আগে সিদ্ধান্ত নেওয়া হয় চট্টগ্রামের প্রবর্তক মোড়ে বসানো হবে রূপালি গিটার আদলের ভাস্কর্য। প্রবর্তক মোড়ের নাম হবে আইয়ুব বাচ্চু চত্বর।

এই রূপালি গিটার নিয়ে উচ্ছ্বসিত আইয়ুব বাচ্চুর ভক্তরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তারা ধন্যবাদ জানিয়েছেন শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শনের জন্য।

Comments