২৪ ঘণ্টায় কমবে পেঁয়াজের দাম
পেঁয়াজের দাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমে যাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মো. আবু রায়হান আল বিরুনি। পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে বাজার স্বাভাবিক করতে সরকারের নেওয়া ব্যবস্থার কারণে এটা হবে বলেও আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার বিকালে পেঁয়াজের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পেঁয়াজ ব্যবসায়ী, আমদানিকারক ও পাইকারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
রান্নার জন্য অতি প্রয়োজনীয় এই উপকরণের দাম কমাতে সরকারের নেওয়া ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, মিয়ানমার থেকে আমদানির জন্য আমরা পেঁয়াজের এলসি মার্জিন কমানোর সুপারিশ করেছি। পেঁয়াজ আমদানিতে সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংক থেকেও নির্দেশনা গেছে।
এর আগে ২০১৪ ও ২০১৭ সালেও দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছিল জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমাকে জানাবেন।”
বাণিজ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জাফর উদ্দিন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো বাজারে পেঁয়াজের দামের ওপর লক্ষ্য রাখছে। নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে শিগগিরই পেঁয়াজের দাম কমার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতে রপ্তানিমূল্য বাড়ানোর খবরে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৮০টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দুর্মূল্যের ঝাঁঝ থেকে নিন্ম আয়ের মানুষদের স্বস্তি দিতে রাজধানীর কয়েকটি জায়গায় ট্রাকে করে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।
Comments