রাতে মুখোমুখি পিএসজি-রিয়াল, অ্যাতলেটিকো-জুভেন্টাস

ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এ, বি, সি ও ডি গ্রুপের ১৬ দল মাঠে নামবে বুধবার রাতে। বাংলাদেশ সময় রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ। একই সময়ে অ্যাতলেটিকো মাদ্রিদ মোকাবেলা করবে জুভেন্টাসকে। এছাড়া নিজ নিজ ম্যাচে খেলতে নামবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
cristiano ronaldo
ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে গেল মৌসুমে অ্যাতলেটিকোকে হারিয়েছিল জুভেন্টাস। ছবি: এএফপি

ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এ, বি, সি ও ডি গ্রুপের ১৬ দল মাঠে নামবে বুধবার রাতে। বাংলাদেশ সময় রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ। একই সময়ে অ্যাতলেটিকো মাদ্রিদ মোকাবেলা করবে জুভেন্টাসকে। এছাড়া নিজ নিজ ম্যাচে খেলতে নামবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

সবশেষ ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল পিএসজি-রিয়ালের। শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। পরের লেগে ফরাসি ক্লাবটির মাঠ পার্ক দে প্রিন্সেসে গিয়ে তারা জিতে ফিরেছিল ২-১ ব্যবধানে। ফলে দুই লিগ মিলিয়ে ৫-২ অগ্রগামিতায় পিএসজিকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল রিয়াল।

অন্যদিকে, গেল মৌসুমের শেষ ষোলোতেই লড়াইয়ে নেমেছিল স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো ও ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথম লেগে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে ২-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে খেলার জোরালো সম্ভাবনা জাগিয়েছিল অ্যাতলেটিকো। কিন্তু দ্বিতীয় লেগে জুভেন্টাস স্টেডিয়ামে পাশার চাল পুরো উল্টে দেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে শেষ আটে পা রাখে তুরিনের বুড়ি খ্যাত দলটি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বুধবার রাতের সূচি (চোখ রাখবেন যেসব চ্যানেলে):

রাত ১টা

পিএসজি-রিয়াল মাদ্রিদ, পার্ক দে প্রিন্সেস, গ্রুপ এ, সনি টেন ১

বায়ার্ন মিউনিখ-রেড স্টার বেলগ্রেড, আলিয়াঞ্জ অ্যারেনা, গ্রুপ বি, সনি ইএসপিএন

শাখতার দোনেস্ক-ম্যানচেস্টার সিটি, ওবলানসি স্পোর্টস কমপ্লেক্স, গ্রুপ সি, সনি সিক্স

অ্যাতলেটিকো মাদ্রিদ-জুভেন্টাস, ওয়ান্দা মেত্রোপলিতানো, গ্রুপ ডি, সনি টেন ২

Comments