লিভারপুলই শিরোপা জিতবে, নাপোলি কোচের রসিকতা
ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ধাক্কা খেয়েছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেছে নাপোলির মাঠে। শিরোপাধারীদের বিপক্ষে জয় তুলে নেওয়ায় খোশ মেজাজে রয়েছেন ইতালিয়ান দলটির কোচ কার্লো অ্যানচেলোত্তি। পূর্ণ তিন পয়েন্ট প্রাপ্তির পর লিভারপুল গুরু জুর্গেন ক্লপের সঙ্গে রসিকতা করতেও ছাড়েননি তিনি।
মঙ্গলবার রাতে (১৮ সেপ্টেম্বর) ই গ্রুপের ম্যাচে নাপোলি ২-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। ম্যাচের ৮২তম মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে বেলজিয়ান ফরোয়ার্ড ড্রিয়েস মার্টেন্সের গোলে এগিয়ে যাওয়া দলটি জয় নিশ্চিত করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। নাপোলির জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান চলতি মাসেই দলে যোগ দেওয়া স্প্যানিশ স্ট্রাইকার ফার্নেন্দো লরেন্তে।
চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমেও একই গ্রুপে ছিল নাপোলি ও লিভারপুল। প্রতিপক্ষের মাঠ সান পাওলোতে আতিথ্য নিতে গিয়ে অলরেডরা সেবারও হেরেছিল। শেষ মুহূর্তে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন ইতালিয়ান স্ট্রাইকার লরেঞ্জো ইনসিনিয়ে। ওই হারের পরও গ্রুপ পর্বের বাধা পাড়ি দিয়েছিল লিভারপুল। গোল ব্যবধানে তারা পেছনে ফেলেছিল নাপোলিকে। এরপর একে একে বায়ার্ন মিউনিখ, পোর্তো, বার্সেলোনা ও টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপ সেরা হওয়ার মর্যাদা অর্জন করে ক্লপের শিষ্যরা।
আগের মৌসুমের ওই স্মৃতি টেনে এনে ক্লপের সঙ্গে ম্যাচশেষে রসিকতা করেন কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা অ্যানচেলোত্তি, ‘আমি তাকে (ক্লপকে) বলেছি দুশ্চিন্তা না করতে। কারণ এখানে (নাপোলির মাঠে) যখন তিনি হারেন, তখন তিনি আরও মনোযোগী হন এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। আমি তাকে আশ্বস্ত (চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারে) করেছি।’
Comments