৩ সপ্তাহে জিপি, রবির সঙ্গে দ্বন্দ্ব মেটাবে বিটিআরসি: অর্থমন্ত্রী
বিপুল পরিমাণ বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোন ও রবির সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে চলমান দ্বন্দ্ব আলোচনার ভিত্তিতে আগামী তিন সপ্তাহের মধ্যে সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা পাওনা আদায়ে অপারেটর দুটির লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছিল বিটিআরসির পক্ষে। টুজি ও থ্রিজি লাইসেন্স কেন বাতিল কর হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিসও ইস্যু করা হয়েছিল। এখন আলোচনার ভিত্তিতে সমাধানের পথে অগ্রসর হচ্ছে সরকার।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণফোন ও রবির কাছে পাওনা নিয়ে বিটিআরসির দ্বন্দ্বের ব্যাপারে আমরা একটি সমাধানে পৌঁছাব। আগামী তিন সপ্তাহের মধ্যে আলোচনার ভিত্তিতে এটা হবে।
এর আগে বিটিআরসি ও গ্রামীণফোন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফলি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, আলোচনার অংশ হিসেবে অপারেটরদুটিকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে গ্রামীণফোন ও রবি মামলা প্রত্যাহার করে নেবে।
বিশাল অংকের পাওনা বকেয়া রাখায় গ্রামীণফোন ও রবির টুজি ও থ্রিজি লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে গত ৫ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিস ইস্যু করেছিল বিটিআরসি। এই নোটিশের জবাব দেওয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়।
আর অডিট আপত্তির ১৩ হাজার ৪৪৭ কোটি বকেয়া টাকা পাওনার দাবি থেকে মুক্তি চেয়ে রবি ও গ্রামীণফোন যথাক্রমে গত ২৫ ও ২৬ আগস্ট মামলা করে।
Comments