ফকিরাপুলে ক্যাসিনোতে র‍্যাবের হানা: ১৪২ জন আটক

ছবি: পলাশ খান

ঢাকার ফকিরাপুলে একটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত ‘ইয়াংমেন ক্লাব’-এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ক্যাসিনো থেকে তাদের আটক করা হয়েছে।

ক্লাবটি থেকে বিপুল অংকের নগদ অর্থ, বিদেশি মদ ও ক্যাসিনো বোর্ড জব্দ করা হয়েছে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম সংক্রান্ত পরিচালক সারোয়ার-বিন-কাশেম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

অন্যদিকে র‍্যাবের আরেকটি দল রাজধানীর গুলশানে ওই ক্লাবটির প্রেসিডেন্ট খালেদ মাহমুদ ভুঁইয়ার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে। খালেদ ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

আরও পড়ুন:

ক্যাসিনোতে অভিযানের পর যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

Comments