গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৪
গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চারজন নিহত হয়েছেন।
আমাদের ফরিদপুর সংবাদদাতা জানান, গতরাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের সবাই বাসযাত্রী। এরা হলেন- গোপালগঞ্জ পুলিশ লাইনসের উপপরিদর্শক আবদুর রশিদ (৪৫), নাজিরপুরের নারায়ণ হাওলাদারে ছেলে বিজন হাওলাদার (২৩), ওই বাসের চালকের সহকারী রাসেল (২২) এবং যশোরথ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (২৮)। আবদুর রশিদ ছাড়া অন্যদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।
আহতদের গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গতরাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজিরপুরগামী একটি নৈশ কোচ ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। পরে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। পুলিশ কর্মকর্তা আবদুর রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
Comments