কলাবাগান ক্লাবের প্রেসিডেন্ট ফিরোজ ১০ দিনের রিমান্ডে

গতরাতে ক্লাব থেকে গ্রেপ্তার কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবের প্রেসিডেন্ট শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতরাতে ক্লাব থেকে গ্রেপ্তার কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবের প্রেসিডেন্ট শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা করার পর আজ তাকে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত চত্বর থেকে দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জানান, মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুই মামলার প্রত্যেকটিতে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির এই সদস্যের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

গতরাতে কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি শফিকুল আলম ফিরোজ ও তার চার অফিস কর্মকর্তাকে ক্লাব থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এবার কলাবাগানে ‘ক্যাসিনো’য় র‌্যাবের হানা

কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতিসহ আটক ৫, অস্ত্র-গুলি-মাদক উদ্ধার

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীমকে আটক করা হয়েছে: র‌্যাব

যুবলীগ নেতা জি কে শামীম আটক

যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে র‌্যাবের অভিযান

খালেদ যুবলীগ থেকে বহিষ্কার

‘শুধু যুবলীগ-ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের দুর্নীতিবাজরাও একই পরিণতি ভোগ করবে’

৭ দিনের রিমান্ডে ‘ক্যাসিনো’ খালেদ

ক্যাসিনোতে অভিযানের পর যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক

Comments