আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ড যাচ্ছে যুবারা
দক্ষিণ আফ্রিকায় আগামী বছর অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ। তাই বাউন্সি উইকেটে মানিয়ে নিতে দারুণভাবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কদিন আগেই ইংল্যান্ডে খেলে এসেছে দলটি। সে ধারায় নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে খেলতে আগামীকাল সোমবার ক্রাইস্টচার্চের উদ্দেশে ঢাকা ছাড়বে ক্রিকেটাররা। সেখানে ভালো কিছু অর্জন করতে চায় দলটি। তার রসদ ইংল্যান্ড থেকেই যুবারা নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার।
নিউজিল্যান্ডের মাঠে যুবারা আত্মবিশ্বাস নিয়ে খেলবে জানিয়ে দেশ ছাড়ার আগের দিন যুক্তি দিয়েছেন হান্নান, 'দল কিন্তু গত ছয় মাস ধরে ভালো খেলেছে। দুঃখজনকভাবে হয়তো এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে আমরা হেরে গেলাম ৫ রানে। কিন্তু সবমিলিয়ে যদি দেখি, ইংল্যান্ডে আমরা ভালো খেললাম, তারপর এশিয়া কাপে খেললাম, সেখানে যুবারা ভালো খেলেছে। বিশেষ করে ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস দিয়েছে যে, তারা ইংল্যান্ডের মতো কন্ডিশনেও ভালো খেলতে পারে। শ্রীলঙ্কাতেও ভালো খেলেছি। সবমিলিয়ে গত চার মাসে ১১টার মতো ম্যাচ খেলেছি। ওই একটা ম্যাচ (এশিয়া কাপের ফাইনাল) ছাড়া তারা ভালো খেলেছে।'
ইংল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট ও শ্রীলঙ্কায় এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের দুঃখটা এখনও তরতাজা। তবে সাম্প্রতিক পরফরম্যান্স বিচারে নিউজিল্যান্ড সফরে ভালো কিছুরই প্রত্যাশা হান্নানের, 'ইংল্যান্ডে ভালো কিছু স্মৃতি রয়েছে, ভালো কিছু ম্যাচ জিতেছি। সে দিক থেকে চিন্তা করলে, এই সফরটা আমরা ভালো করতে চলেছি ইনশাআল্লাহ।' আর প্রত্যাশার মাত্রাটাও জানালেন বয়সভিত্তিক দলের এ নির্বাচক, 'আমরা ৫টা ওয়ানডে খেলব। আমি খুবই আশাবাদী যে সিরিজটা জিতব। এমনকি ৫-০ হলেও আমরা অবাক হব না।'
নিউজিল্যান্ড সিরিজের জন্য রবিবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দলটি আগামী ২৫ সেপ্টেম্বর ক্রাইস্টচার্চে পৌঁছাবে। এর দুই দিন পর হবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যু ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটির বার্ট সাটক্লিফ ওভাল। একই মাঠে হবে বাকি চার ম্যাচ, যথাক্রমে ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর। ১৪ অক্টোবর দেশের বিমান ধরার কথা রয়েছে যুবাদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাৎ হোসেন, রকিবুল হাসান, আসাদউল্লাহ হিল, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।
স্ট্যান্ডবাই: অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম, রিশাদ হোসেন, শাহীন আলম, মিনহাজুর রহমান।
Comments