ব্যাটিং ব্যর্থতায় ডুবল অনূর্ধ্ব-২৩ দল
সিরিজে এগিয়ে যেতে লক্ষ্যটা ছিল না অসম্ভব কঠিন কিছু। কিন্তু বৃষ্টির আইনের সমীকরণ ব্যাটিং ব্যর্থতায় মেলাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। টপ অর্ডার, মিডল অর্ডারের ডুবে মরার দিনে ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে সাইফ হাসানের দল।
ভারতের লখনৌতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ডি/এল মেথডে ৪৯ রানে হেরেছে এইচপির খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েও গেছে ভারত অনূর্ধ্ব-২৩ দল।
সোমবার দফায় দফায় বৃষ্টিতে বিঘ্ন হওয়া ম্যাচে আগে ব্যাটিং পেয়ে ২২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১৪ রানে থেমেছিল ভারতের দলটি। ডি/এল মেথডে ওই ২২ ওভারেই নেমে আসে খেলা। আর বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের।
সেই লক্ষ্য নেমে প্রথম ওভারেই মেহেদী হাসানকে হারায় অ-২৩ দল। বাঁহাতি পেসার আর্শদীপ সিং বোল্ড করে দেন তাকে। তৃতীয় ওভারে আবার আঘাত হানেন আর্শাদীপ। এবার অধিনায়ক সাইফ হাসানকে তুলে নেন তিনি। পরের ওভারে আরেক পেসার অতীত শেঠ নেন জোড়া উইকেট। তার বলে ইয়াসির রাব্বি আর জাকির হাসান ফেরেন দুই অঙ্কের আগে। ওপেনিং থেকে মিডল অর্ডারে নামা ফারদীন হাসান অনিও শিকার অতীতের। পারেননি সাব্বির হোসেনও। প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল আরিফুল হক যেতে পেরেছেন দুই অঙ্কে।
এক পর্যায়ে ৫৬ রানে ৭ উইকেট খুইয়ে বসে সাইমন হেলমটের শিষ্যরা। দলের চরম বিপর্যয়ে হাল ধরেন আরিফুল হক আর মাহিদুল ইসলাম অঙ্কন। ২১ বলে ২৩ করে আরিফুল ফেরার পর দলের রান বেড়েছে অঙ্কনের ব্যাটে। এই উইকেটকিপার ব্যাটসম্যান ঝড় তুলে ৩৮ বলে করেন ৫০ রান। তবে এড়াতে পারেননি দলের হার।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে দারুণ শুরু পায় ভারতীয় যুবারা। দুই ওপেনার ভুপেন্দ্র জইসাল আর আরিয়ান জুয়াল এনে দেন শতরানের ওপেনিং জুটি। তবে এরপরই বৃষ্টিতে বদলে যায় ম্যাচের সমীকরণ। যাতে কুলিয়ে উঠতে পারেননি বাংলাদেশের এইচপি স্কোয়াডের খেলোয়াড়রা।
২৫ ও ২৭ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
Comments