কোহলির নামের পাশে আরেকটি ডিমেরিট পয়েন্ট
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামের পাশে যুক্ত হয়েছে আরেকটি ডিমেরিট পয়েন্ট। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিউরান হেনড্রিক্সকে অযাচিতভাবে ধাক্কা দিয়েছিলেন ৩০ বছর বয়সী এই তারকা।
সবমিলিয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট রয়েছে কোহলির নামের পাশে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন তিনি। গেল বছরের জানুয়ারিতে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে এবং গেল জুনে সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।
আইসিসির ২০১৬ সালের সেপ্টেম্বরের সংশোধিত আচরণবিধি অনুসারে, কোনো ক্রিকেটার ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির মধ্যে যেটা আগে আসে, সেটাতে নিষিদ্ধ থাকবেন।
রবিবার ভারতের ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ ডেলিভারিটি ডিপ মিডউইকেটে ঠেলে দিয়ে রান নেওয়ার সময় কাঁধ দিয়ে বোলার বিউরানকে হালকা ধাক্কা দেন কোহলি। এটি আইসিসির আচরণবিধির পরিপন্থী। ডিমেরিট পয়েন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন কোহলি। তার অপরাধটা লেভেল এক মাত্রার। কোহলি অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার পড়েনি।
Comments