রিজার্ভ ডে না থাকা নিয়ে হাহাকার দু’দলেরই

বিকেল চারটা বাজতেই মিরপুর স্টেডিয়াম এলাকাটা জনারণ্য। ফাইনাল নিয়ে তৈরি হওয়া বিশাল হাইপ মানুষকে টেনে নিয়ে এসেছিল মাঠে। কিন্তু বিকেল পাঁচটার পর শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি সব ভেস্তে দিয়েছে। রাত নয়টায় খেলা পরিত্যক্তের ঘোষণার সময়ও গ্যালারিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক। দর্শকদের দিক থেকে তাই হতাশার দিন। কিন্তু ফাইনালে নামার সব রকম প্রস্তুতি নিয়েও খেলতে না পারার খেদ খেলোয়াড়দেরও। দুই দলই বলছে ফাইনালের জন্য থাকা উচিত ছিল রিজার্ভ ডে।
ছবি: ফিরোজ আহমেদ

বিকেল চারটা বাজতেই মিরপুর স্টেডিয়াম এলাকাটা জনারণ্য। ফাইনাল নিয়ে তৈরি হওয়া বিশাল হাইপ মানুষকে টেনে নিয়ে এসেছিল মাঠে। কিন্তু বিকেল পাঁচটার পর শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি সব ভেস্তে দিয়েছে। রাত নয়টায় খেলা পরিত্যক্তের ঘোষণার সময়ও গ্যালারিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক। দর্শকদের দিক থেকে তাই হতাশার দিন। কিন্তু ফাইনালে নামার সব রকম প্রস্তুতি নিয়েও খেলতে না পারার খেদ খেলোয়াড়দেরও। দুই দলই বলছে ফাইনালের জন্য থাকা উচিত ছিল রিজার্ভ ডে।

প্লেয়িং কন্ডিশনে রিজার্ভ ডে না থাকায় মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ভেস্তে যাওয়ার পর যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকেই। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের ফাইনালে না খেলেই শিরোপা জিতে যাওয়ায় জেতার আমেজ কেউই টের পাচ্ছে না। জয় কিংবা হার খেলেই সেটা নির্ধারণ না হওয়ায় আক্ষেপ ঝরেছে দুই দলেরই কণ্ঠে।

ম্যাচ শেষে দলের হয়ে কথা বলতে এসে মাহমুদউল্লাহ রিয়াদ জানান রিজার্ভ ডে নিয়ে হাহাকার, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি বলব যে রিজার্ভ ডে থাকলে ভালো হতো। ফাইনাল খেলতে পারতাম আমরা। ক্রিকেটের জন্যই ভালো হতো।’

মাহমুদউল্লাহর আগেই আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও শুনিয়ে গেছেন একই কথা,  ‘রিজার্ভ ডে থাকলে দারুণ হতো। ড্রেসিং রুমে আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে ফাইনালে রিজার্ভ ডে থাকলে কতই না ভালো হতো। ফাইনালের মতো বড় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ক্রিকেটার হিসেবে সবসময়ই হতাশার। আশা করি, ভবিষ্যতে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকবে।’

ফাইনালে যেমন রিজার্ভ ডে ছিল না, খেলা না হওয়ায় দর্শকদের টাকা ফেরতেরও কোন ব্যবস্থা ছিল না। খেলা দেখতে আসা দর্শকরা এই দুটো বিষয় নিয়েই জানিয়েছেন নিজেদের ক্ষোভ।

Comments