হাওরে নৌকাডুবি, ৯ জনের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলামের বরাত দিয়ে আমাদের সিলেট সংবাদদাতা জানান, আজ (২৫ সেপ্টেম্বর) সকালে দুই শিশু ও তিন নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতরা হলেন- নোয়ারচর গ্রামের আবজল মিয়ার স্ত্রী আজিরুন্নেসা (৩০), তার ছেলে আসাদ (৫), জাসদ আলীর মেয়ে শান্তা (৩), মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রুইতুন্নেসা (৩৫) এবং পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২)।
এ ঘটনায় গতকাল চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে আবজল মিয়ার এক বছর বয়সী ছেলে সোহান মিয়ার মরদেহও ছিলো।
নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
গতকাল সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে ৩১ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় জেলে লিটন সামন্ত জানান, রাত আটটার দিকে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কয়েক মিনিটের মধ্যে নৌকাটি ডুবে যায়।
Comments