‘বর্ষাকে ছাড়া একা কোথাও যাই না’
বিবাহিত জীবনের আট বছর পূর্ণ করলেন অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। তাই পুরো পরিবার সঙ্গে নিয়ে এখন তারা আছেন ইতালির রোমে। সঙ্গে আছে দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনন্ত জলিল। সেখানে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহিত জীবনের আট বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। আমার কাছে তুমি সবচেয়ে বড় উপহার। তোমাকে ভালোবাসি।”
স্ত্রী বর্ষাকে নিয়ে এক প্রশ্নের উত্তরে অনন্ত জলিল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি বর্ষাকে ছাড়া একা কোথাও যাই না। একে অন্যের প্রতি আমরা দায়িত্বশীল। সবকিছু দুজনে মিলেমিশে করি। ভালোবাসার রসায়ন আমাদের এটাই।”
স্ত্রী চিত্রনায়িকা বর্ষার সঙ্গে অনন্ত জলিলের বিয়ে হয় ২০১১ সালে। বিয়ের পর প্রতি বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য নতুন কিছু নিয়ে হাজির হন অনন্ত জলিল। একসঙ্গে জুটি হয়ে দুজনে অভিনয় করেছেন ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয়ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমায়। বর্তমানে চলছে ‘দিন দ্য ডে’ সিনেমার কাজ।
Comments