ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
আগের ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ব্যাটসম্যানদের কাহিল দশা কাটল না এবারও। রান পায়নি টপ অর্ডার। মিডল অর্ডারে ছোটখাটো প্রতিরোধ হলে পাওয়া যায়নি লড়াইয়ের পূঁজি। সহজ লক্ষ্য পেয়ে সেঞ্চুরি করে ভারতীয় দলটিকে জিতিয়েছেন তাদের অধিনায়ক প্রিয়ম গার্গ।
বুধবার লখনৌতে সিরিজের চতুর্থ ম্যাচে ৪ উইকেটে জিতেছে ভারত অনূর্ধ্ব—৩ দল। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করেছে সিরিজ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের করা ২০১ রান প্রায় ৮ ওভার আগেই পেরিয়ে যায় ভারতের যুবারা।
টস জিতে আগে ব্যাট করতে ২২ রানের মধ্যেই মেহেদী হাসান, ইয়াসির আলি ও জাকির হাসানকে হারায় বাংলাদেশ অ-২৩ দল। অধিনায়ক সাইফ হাসান উইকেটে থিতু হয়ে পড়েছিলেন। কিন্তু তিনিও বড় করতে পারেননি রান। ৫৬ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তুলেন আরিফুল হক ও আল-আমিন জুনিয়র।
তবে ফিফটির আগেই ফেরেন দুজনেই। আরিফুল ৭৬ বলে ৪৪ রান, আল-আমিন ফেরেন ৫৫ বলে ৪০ রান করে। তাতে দুইশো স্পর্শ করেই থামে সাইমন হেলমট শিষ্যদের দৌড়।
সহজ রান তাড়ায় ১৬ রানেই ২ উইকেট পড়ে গিয়েছিল ভারতেরও। তবে অধিনায়ক প্রিয়ম বাকি পথ পাড়ি দিতে দারুণ ব্যাট করে দলকে রাখেন পথে। তার ১১৮ বলে ১১১ রানের ইনিংসেই সহজেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-২৩ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ২০১/৬ (সাইফ ২৭, মেহেদি ২, ইয়াসির ১, জাকির ০, আরিফুল ৪৪, আল আমিন জুনিয়র ৪০, মাহিদুল ৫১*, রবিউল ২৯*; শেঠ ২/৩৯, আর্শদীপ ২/৪২, জয়সাল ১/৩০, হেগড়ে ১/৩২)
ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৪২.২ ওভারে ২০২/৬ (গার্গ ১১১*, হেগড়ে ২১, শরত ১৯ ; মেহেদি ১/৩২, শফিকুল ১/২৮, সুমন ১/৪৬, রবিউল ০/১৭, তানভীর ১/৩৯, সাইফ ০/২৩, আলআমিন ০/১৫)
ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ৪ উইকেটে জয়ী
Comments