গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

murder logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের পূবাইলে স্বামী আবুল কালাম (৪০) ও স্ত্রী পুতুল বেগমকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (২৬ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, গতকাল রাতে মহানগরের ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, বসুগাঁওয়ের নিজ বাড়ির ঘরে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিলেন। গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

8h ago