‘ফেনোমেনন’ রোনালদোর সঙ্গে তুলনায় আপত্তি রদ্রিগোর
রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় অভিষেকে গোল করে আলোচনায় আসা ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো স্বদেশী সাবেক তারকা রোনালদোর সঙ্গে নিজের তুলনায় আপত্তি তুলেছেন।
বুধবার রাতে ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচের ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ৯৩ সেকেন্ডের মধ্যে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী রদ্রিগো। কাসেমিরোর পাস পেয়ে একক নৈপুণ্যে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান তিনি।
২০০২ সালে আলাভেসের বিপক্ষে মাঠে নামার মাত্র ৬২ সেকেন্ডে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো। বিশ্বকাপজয়ী তারকার পর লা লিগায় রিয়ালের জার্সিতে অভিষেকে দ্রুততম গোলের নজির গড়েছেন রদ্রিগো।
কিংবদন্তি রোনালদোর স্মৃতি মনে করিয়ে দেওয়া রদ্রিগো ভীষণ প্রতিভাবান হিসেবেই স্বীকৃত। প্রথম ম্যাচে নজর কাড়ার পর তাকে নিয়ে শুরু হয়েছে উন্মাদনাও। তবে পূর্বসূরির সঙ্গে তুলনার ঘোর বিরোধী রদ্রিগো গণমাধ্যমের কাছে বলেছেন, ‘রোনালদোর সঙ্গে কোনো তুলনা হোক- এটা আমি চাই না। কারণ এই খেলায় সে সর্বকালের অন্যতম সেরা এবং আমার দেশেরও অন্যতম সেরা।’
আর ওসাসুনাকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যাওয়ার পর দলের কোচ জিনেদিন জিদানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রিয়ালের তরুণ এই তুর্কি, ‘গুরু (জিদান) জানেন তিনি কি করছেন এবং তিনি প্রতিদিন আমার সঙ্গে কথা বলেন এবং আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে বলেন।’
উল্লেখ্য, গেল বছর জুনে সাড়ে চার কোটি ইউরোর বিনিময়ে রদ্রিগোকে সান্তোস থেকে কিনেছিল রিয়াল। তবে ধারে আগের মৌসুমের পুরোটা তিনি কাটান ব্রাজিলিয়ান ক্লাবটিতেই।
Comments