ফু-ওয়াং ক্লাবে অভিযান: গ্রেপ্তার ৩
রাজধানীর ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে তিন সেলসম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) মিজানুর রহমান ভূঁইয়া আজ (২৬ সেপ্টেম্বর) সকালে দ্য ডেইলি স্টারকে জানান, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: জাহিদ, জ্যাভিয়ার এবং চঞ্চল।
আজ বেলা ১১টার দিকে ফু-ওয়াং ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, এখানে অনুমোদিত মদের চেয়ে বেশি পরিমাণ অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিলো।
তিনি জানান, ফু-ওয়াং ক্লাব থেকে দুই হাজারের মতো বিদেশি মদের বোতল ও ১০ হাজার হান্টার ক্যান ও নগদ সাত লাখের বেশি টাকা জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, আজ ভোরে র্যাব সদর দপ্তর ও র্যাব-১ যৌথভাবে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালায়।
Comments