ইরাক যুদ্ধের বিরোধিতাকারী ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যু

ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। ইরাক আক্রমণের বিরোধিতা করে গণমাধ্যমের আলোচনায় থাকা এই ফরাসী প্রেসিডেন্টের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
প্রাক্তন ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাক। রয়টার্স ফাইল ছবি

ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। ইরাক আক্রমণের বিরোধিতা করে গণমাধ্যমের আলোচনায় থাকা এই ফরাসী প্রেসিডেন্টের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ পর্যায়ে এসে দুর্নীতির অভিযোগ উঠেছিল জ্যাক শিরাকের বিরুদ্ধে।

জ্যাক শিরাকের জামাতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট জ্যাক শিরাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের সদস্যরা এসময় তার পাশে ছিলেন।

জ্যাক শিরাক দুই মেয়াদে ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত ছিলেন। তার আমলেই ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রাব্যবস্থায় যোগ দিয়েছিল ফ্রান্স। তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট সাত বছরের জন্য নির্বাচিত হতেন। ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনেন তিনি।

২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের বিরোধিতা করেছিলেন জ্যাক শিরাক।

Comments