গ্রিজমানের ট্রান্সফার কাণ্ডে বার্সার জরিমানা ৩০০ ইউরো

আতোঁয়া গ্রিজমানকে কিনতে বার্সেলোনার পরিশোধ করা রিলিজ ক্লজের অর্থের পরিমাণ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক। শেষ পর্যন্ত সে কাণ্ডে জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। অ্যাতলেতিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি ৩০০ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ জায়ান্টদের।
ছবি: এএফপি

আতোঁয়া গ্রিজমানকে কিনতে বার্সেলোনার পরিশোধ করা রিলিজ ক্লজের অর্থের পরিমাণ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক। শেষ পর্যন্ত সে কাণ্ডে জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। অ্যাতলেতিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি মাত্র ৩০০ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ জায়ান্টদের।

এ ফরাসী তারকা গত জুলাইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন গ্রিজমান। অ্যাতলেতিকোর অভিযোগ তাদের সঙ্গে চুক্তিটা হয়েছে এর আগেই। এরপর নানা তদন্তের পর আরএফইএফ জানিয়েছে বার্সেলোনার নিয়মনীতি ভঙ্গ করার প্রমাণ পেয়েছে তারা। অ্যাতলেতিকোর সঙ্গে চুক্তিতে থাকার সময়েই তার সঙ্গে আলোচনা করেছে ক্লাবটি। সে কারণেই এ জরিমানা করা হয়েছে। তবে গ্রিজমানকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, 'ক্লাবটির অর্থনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক পরিচালনার পরিমাণ বিবেচনা করে, এই কমিটি ৩০০ ইউরো জরিমানা করেছে। এটি একটি প্রতীকী শাস্তি। ভবিষ্যতে অভিযোগকারী ক্লাব ও অন্যান্য ক্লাবগুলোও এ ধরণের কোন কর্মকাণ্ডে জড়াতে পারে। তাই নিয়মনীতির সঙ্গে মানিয়ে চলার আহ্বান রইল।'

মৌসুমের শুরুতেই অ্যাতলেতিকোকে দল বদলের কথা ক্লাবকে জানিয়েছিলেন গ্রিজমান। তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গত জুলাই মাসে রিলিজ ক্লজ ২০০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়ন ইউরোতে কমিয়ে আনা হয়। এরপর বেশ কিছু দিন দেন দরবারের পর বার্সেলোনায় যোগ দেন তিনি। কাতালান ক্লাবটি পুরো রিলিজ ক্লজ পরিশোধও করে দেয়। কিন্তু এর অল্প কিছু দিন পর থেকেই প্রতারণার দাবী তোলে অ্যাতলেতিকো।

বার্সেলোনায় যোগ দেওয়ার কিছু দিন পর থেকেই অ্যাতলেতিকোর পক্ষ থেকে জানানো হয় তাদের ঠকানো হয়েছে। কারণ যখন তাকে নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা চলছিল তখন তার রিলিজ ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। এরপর এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

 

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago