ক্যাসিনো: অস্ট্রেলিয়ায় ৪১ কোটি টাকা পাচার করেছেন লোকমান
ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেপ্তার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. লোকমান হোসেন ভুঁইয়া অস্ট্রেলিয়ায় ৪১ কোটি টাকা পাচার করেছেন বলে জানিয়েছে র্যাব। বিদেশে টাকা পাচারের তথ্য তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন।
গত রাতে গ্রেপ্তার হওয়া লোকমানের ব্যাপারে র্যাব-২ এর কমান্ডিং অফিসার কর্নেল আশিক বিল্লাহ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, অস্ট্রেলিয়ার এএনজেড ব্যাংক ও কমনওয়েলথ ব্যাংকে ৪১ কোটি টাকা জমা করার কথা স্বীকার করেছে লোকমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, ক্যাসিনো ব্যবসা থেকেই সে এই বিপুল পরিমাণ অর্থের অধিকারী হয়েছে।
তিনি আরও জানান, লোকমানেরর কাছে নগদ ৪১ কোটি টাকা ও আরও তিন কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এই টাকার বড় একটি অংশ তিনি অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে এফডিআর হিসেবে জমা করেছেন।
Comments