নেইমার ও এমবাপে ব্যালন ডি’অর জিতবে: দ্রগবা
আইভরি কোস্ট ও চেলসির সাবেক তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার মতে, মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার জেতার জন্য যা যা যোগ্যতা থাকা দরকার সেগুলো নেইমার ও কিলিয়ান এমবাপের রয়েছে।
সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর টানা দশ বছরের রাজত্ব ভেঙে ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ফুটবল ক্যারিয়ার শেষ করার আগে তাদের পদাঙ্ক অনুসরণ করবেন নেইমার ও এমবাপে, এমনটাই মনে করেন দ্রগবা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ানের কাছে তিনি বলেছেন, ‘নেইমার এবং এমবাপে এক দিন ব্যালন ডি’অর জিতবে। অসাধারণ খেলোয়াড়দের ছোট্ট তালিকার অংশ তারা। বিশ্বে এদের সংখ্যা খুবই কম।’
২০১৭-১৮ মৌসুম থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) জুটি বেঁধে খেলছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং ফরাসি তরুণ এমবাপে। ওই সময় থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে দুজনে মিলে ১১৫ গোল করেছেন। তাদের অসামান্য নৈপুণ্যে গেল দুবারই ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি।
ক্লাবের জার্সিতে দুজনের রসায়নও নজর কেড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা দ্রগবার, ‘নেইমার মাঠে জায়গা তৈরি করে এবং এমবাপে সে জায়গাগুলো ব্যবহার করে। অর্থাৎ নেইমারের বানানো সুযোগ থেকে এমবাপে লাভবান হয়। এটা দারুণভাবে কাজ করছে (পিএসজির জন্য)।’
Comments