রোনালদোর গোলে জিতল জুভেন্টাস
মুহুর্মুহু আক্রমণ করে শুরু থেকেই পুঁচকে এসপিএএলকে কোণঠাসা করে রেখেছিল জুভেন্টাস। কিন্তু আক্রমণ গেলেই তো চলবে না, পাওয়া চাই গোলের নিশানা। প্রথমার্ধের শেষ দিকে মিরালাম পিয়ানিচের করা গোল নিয়ে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতেই পারছিল না তুরুনের ওল্ড লেডিরা। বেশ কয়েকটি সুযোগ হারানোর পর শেষ পর্যন্ত তাদের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো করেন জয়সূচক গোল।
শনিবার ঘরের মাঠে সহজ প্রতিপক্ষ এসপিএএলকে ২-০ গোলে হারিয়েছে জায়ান্ট জুভেন্টাস।
খেলার শুরু থেকেই তুমুল আক্রমণ শুরু করে জুভেন্টাস। ৮ ও ৯ মিনিটে পর পর দুবার সুযোগ তৈরি করেছিলেন কলম্বিয়ান তারকা গিয়ের্মো কুয়াদ্রাদো। কিন্তু তার ক্রস স্যামি খাদিরা কাজে লাগাতে পারেননি।
৩৫ মিনিটে কর্নার থেকে পাওলো দিবালা বল দিয়ে ঢুকে পড়েছিলেন বক্সে। কিন্তু তাকে প্রতিহত করেন এসপিএএল গোলরক্ষক এরিট বেরিশা। ৪৩ মিনিটে ডান পাশের বক্সে কুয়াদ্রাদো খুঁজে পেয়েছিলেন রোনালদোকে। আবারও জুভেন্টাসকে হতাশ করেন বেরিশা।
৪৫ মিনিটে তিনি আর পেরে উঠেননি। মাতুওদির শট পাঞ্চ করে ফিরিয়ে দেওয়ার পর পেয়ে যান পিয়ানিচ। তার শটেই এগিয়ে যায় জুভেন্টাস।
বিরতির পর ৫৪ মিনিটে রোনালদো-খেদিরা বেরিশাকে বিপাকে ফেলেও বাড়াতে পারেননি গোলসংখ্যা। ৬৭ ও ৬৮ মিনিটে দুবার গোলের সুযোগ হারান রোনালদো। দুবারই পাওলো দিবালার কাছ থেকে বল পেয়ে নিশানা রাখতে পারেননি বক্সে।
৭৮ মিনিটে সেই আর্জেন্টাইন দিবালাই তৈরি করেন আরেক সুযোগ। বা দিক থেকে তার বাড়ানো দারুণ ক্রস আর নষ্ট করেননি রোনালদো। ক্ষিপ্র হেডে করেছেন লক্ষ্যভেদ। একদম শেষ মুহূর্তেও আরেক গোল পেতে পারতেন রোনালদো। বক্সের ভেতর থেকে তার আড়াআড়ি শট ফিরিয়ে দেন এসপিএএল গোলরক্ষক। এই জয়ে ৬ ম্যাচের পাঁচটাতে জিতে টেবিলের শীর্ষেই রইল বর্তমান সিরি-এ লিগের চ্যাম্পিয়নরা।
Comments