প্লিজ, ওয়েট অ্যান্ড সি: কাদের
ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারের ‘গুজব’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের ওপর বিশ্বাস রাখতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্রাটকে সত্যিই গ্রেপ্তার করা হয়েছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এ ব্যাপারে কথা বলার অথরিটি তার। তিনি যা বলেছেন, সেটার ওপর বিশ্বাস করে থাকুন। প্লিজ, ওয়েট অ্যান্ড সি। শিগগিরই জানতে পারবেন।”
আজ (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্ডারপাসের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের সব মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশে বিএনপির দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, “বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব বের করা হবে। শুধু মন্ত্রী-এমপি কোনো, প্রত্যেকে কে কতো টাকার মালিক, তারাও ক্ষমতায় থাকতে যে সম্পদ আহরণ করেছেন, সেটারও শ্বেতপত্র প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, সম্রাটের গ্রেপ্তার হওয়ার খবর প্রসঙ্গে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।”
তিনি আরও বলেন, “তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন। তবে আমরা যেটা বলছি তাহলো- সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেবো।”
আরও পড়ুন:
Comments