ছাত্র পেটানোয় ঢাবি ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার
ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় প্রথম বর্ষের এক ছাত্রকে হলের গেস্টরুমে ডেকে এনে পেটানোর ঘটনায় সরকারদলীয় ছাত্র সংগঠনটির এক কর্মীকে বিজয় একাত্তর হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বহিষ্কার হওয়া রাব্বি আহমেদকে শুক্রবার রাতের ওই ঘটনার ব্যাপারে কারণ দর্শানোরও নোটিশ দেওয়ায় হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে স্থায়ীভাবে বহিষ্কারসহ আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।
অভিযুক্ত রাব্বি বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হলে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হিসেবে পরিচিত।
ভুক্তভোগী রানা আকন্দ ছাত্রলীগের গত কয়েকটি কর্মসূচিতে যাওয়া থেকে বিরত ছিল। শুক্রবার রাতে গেস্ট রুমে ডেকে এনে এ ব্যাপারে তাকে জেরা করে রাব্বি। এ ব্যাপারে ‘সন্তোষজনক’ কারণ দেখাতে না পারায় রানাকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটায় রাব্বি।
হলের প্রথম ও দ্বিতীয় বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, হলে ওঠা নতুন ছাত্রদের গেস্ট রুমে নিয়মিত ছাত্রলীগের নেতাদের কাছে হাজিরা দিতে হয়। কিন্তু কিছু দিন ধরে ছাত্রলীগের কর্মসূচিতে নতুন ছাত্রদের উপস্থিতি কম দেখা যাচ্ছিল। এদের মধ্যে রানাও ব্যক্তিগত কারণে কয়েকদিন যায়নি। এ কারণে শুক্রবার রাতে ছাত্রলীগের দ্বিতীয় বর্ষের কর্মীরা নতুন ছাত্রদের জেরা করে।
নতুন ছাত্রদের গেস্ট রুমে ডেকে এনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ‘আদব-কায়দা’ রাজনৈতিক বক্তৃতা ও স্লোগান দিতে ‘শেখায়’ হল শাখা ছাত্রলীগের নেতারা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রানাকে জেরা করতে শুরু করে রাব্বি। ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে বলেন, রানার ব্যাখ্যা ‘সন্তোষজনক’ মনে না করায় তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পেটায় রাব্বি। ছাত্রলীগের পরবর্তী কর্মসূচিতে উপস্থিত না থাকলে তাকে হল থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাবি ছাত্রকে স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ
Comments