ইমার্জিং এশিয়া কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের গ্রুপে ভারত
এক বছর বিরতি দিয়ে আবারও ইমার্জিং টিমস এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতাটির চতুর্থ আসর। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট আটটি দল। রবিবার (২৯ সেপ্টেম্বর) ইমার্জিং এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্বাগতিকরা খেলবে 'বি' গ্রুপে। সেখানে তাদের সঙ্গী ভারত, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। 'এ' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ওমান।
আগামী ১২ নভেম্বর ঢাকায় পা রাখবে সাত সফরকারী দল। খেলা হবে মোট পাঁচটি ভেন্যুতে। 'এ' গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে। 'বি' গ্রুপের খেলাগুলো হবে সাভারের বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।
সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর। আসরের ফাইনাল ২৪ নভেম্বর। এই ম্যাচ তিনটির ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আসরের সবগুলো ম্যাচ সকাল ৯টা থেকে শুরু হবে।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ ও ১৮ তারিখে গ্রুপের শেষ দুই ম্যাচে যথাক্রমে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে ২০১৭ সালে ইমার্জিং এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল স্বাগতিকদের।
Comments