প্রতিবাদ ও পুলিশ!

বিবাহ-পূর্ব সম্পর্ক নিষিদ্ধ ও দুর্নীতিবিরোধী সংস্থার ক্ষমতা কমিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
Jakarta

বিবাহ-পূর্ব সম্পর্ক নিষিদ্ধ ও দুর্নীতিবিরোধী সংস্থার ক্ষমতা কমিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। মূলত বিবাহ-পূর্ব সম্পর্ক নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণ-তরুণীরা নেমেছেন আন্দোলনে। গতকাল (৩০ সেপ্টেম্বর) ছবিতে একজন প্রতিবাদকারীর সামনে শ’খানেক পুলিশ!

ছবি: এএফপি

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

33m ago