কোহলিকে পেছনে ফেললেন বাবর

babar azam
বাবর আজম। ছবি: এএফপি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে ইতিহাসের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১১ সেঞ্চুরির মালিক হয়েছেন পাকিস্তানের বাবর আজম। সোমবার (৩০ সেপ্টেম্বর) করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন ২৪ বছর বয়সী এই তারকা।

বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর পরিবর্তিত সূচিতে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৬৭  রানে। আগে ব্যাট করে আজমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ৩০৫ রান। ১০৫ বলের ইনিংসে ৮ চার আর ৪ ছক্কা হাঁকান তিনি। জবাবে চরম ব্যাটিং বিপর্যয় সামলে নিয়েও লঙ্কানরা থামে ২৩৮ রানে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

৭৩ ওয়ানডে খেলা বাবর ব্যাট হাতে মাঠে নেমেছেন ৭১ ইনিংসে। ১১ বার পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা। ৩০ বছর বয়সী কোহলিকে সমানসংখ্যক সেঞ্চুরি করতে খেলতে হয়েছিল ৮২ ইনিংস। সবমিলিয়ে তার ৪৩টি সেঞ্চুরি ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। কোহলির উপরে আছেন কেবল কিংবদন্তি শচীন টেন্ডুলকার (৪৯টি)।

দ্রুততম ১১ সেঞ্চুরির মালিক দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা। তার লেগেছিল মাত্র ৬৪টি ইনিংস। পরের অবস্থানেই আছেন স্বদেশী কুইন্টন ডি কক। তিনি ৬৫তম ইনিংসে ১১ নম্বর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচে আরও একটি কীর্তি গড়েছেন ডানহাতি বাবর। এক ক্যালেন্ডার বছরে দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ১০০০ ওয়ানডে রান করেছেন তিনি। চলতি বছরে মাত্র ১৯ ইনিংসেই সহস্রাধিক রান হয়ে গেছে বাবরের নামের পাশে।

বাবর টপকে গেছেন স্বদেশী জাভেদ মিয়াঁদাদকে। ১৯৮৭ সালে ২১ ওয়ানডে ইনিংসে ১০০০ রান করেছিলেন সাবেক তারকা। এই তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ ইউসুফ ও পাকিস্তানের বর্তমান কোচ মিসবাহ উল হক। তারা ২৩ ইনিংসে মাইলফলক স্পর্শ করেছিলেন।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago