এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া
ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে থেমে যাওয়া পরমাণু আলোচনা আবার শুরু করার ঘোষণা দেওয়ার একদিন পর ‘ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে উত্তর কোরিয়া।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, আজ (২ অক্টোবর) ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য ধরা পড়েছে। ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পূর্ব দিক থেকে এবং সর্বোচ্চ ৯১০ কিলোমিটার উচ্চতায় ছোড়া হয়।
ক্ষেপণাস্ত্রটি ‘পুক্কুকসং মডেলের’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকরা মনে করেন, আলোচনার আগে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়া উত্তর কোরিয়ার একটি কৌশল। এর মাধ্যমে আলোচনাকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চায় কিম জং উন।
উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
Comments