গায়ে আগুন দেওয়া রাজশাহীর সেই কলেজছাত্রীর মৃত্যু
রাজশাহীর শাহ মখদুম থানার কাছের রাস্তায় প্রকাশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া কলেজছাত্রী লিজা রহমান (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির নায়েক রিপন দ্য ডেইলি স্টারকে জানান, আজ (২ অক্টোবর) সকাল আটটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী লিজা তার বিয়ে টিকিয়ে রাখার বিষয়ে সহায়তা চাইতে শাহ মখদুম থানায় গিয়েছিলেন। পুলিশ তাকে থানা কম্পাউন্ডের ভেতর তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু লিজা কোনো অভিযোগ দায়ের না করেই বেলা সাড়ে ১২টার দিকে বাইরে বেরিয়ে যান।
এরপর থানা থেকে খানিকটা দূরে রাস্তায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় এদিনই তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, লিজার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ এবং তার শ্বাসনালী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিলো।
Comments