প্যারিসে পুলিশ সদরদপ্তরে ছুরি হামলা: নিহত ৪

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সদরদপ্তরে ছুরিকাঘাতে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী নিজেও নিহত হয়েছেন।
প্যারিসে পুলিশের সদরদপ্তরে ছুরি হামলার ঘটনার পর বাইরে সশস্ত্র পুলিশ সদস্যদের অবস্থান। ছবি: রয়টার্স

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সদরদপ্তরে ছুরিকাঘাতে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

প্যারিসের মেয়র এনি হিদালগো জানিয়েছেন যে হামলার ঘটনায় ‘বেশ কিছু মানুষ’ হতাহত হয়েছেন।

নটর ডেম ক্যাথেড্রালের কাছে প্যারিসের প্রাণকেন্দ্রে চালানো এই হামলার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

হামলার পর পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা। কাছাকাছি মেট্রো স্টেশনগুলোও বন্ধ করে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রগুলো জানায়, হামলার ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান বলেছেন, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তারা পরিষ্কার না। ঘটনার পর অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

Comments