ক্যারিয়ারসেরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে আমির
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি আইসিসি র্যাঙ্কিংয়েও পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। ক্যারিয়ারসেরা ওয়ানডে র্যাঙ্কিং অর্জন করেছেন এই বাঁহাতি পেসার।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সবশেষ প্রকাশিত ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন আমির। তার রেটিং পয়েন্ট ৬৬৩। তিনি এগিয়েছেন ছয় ধাপ। তার আগের সেরা অর্জন ছিল দশম স্থান। গেল জুনে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন ২৭ বছর বয়সী গতিতারকা। সেই প্রাপ্তিকে এবার ছাড়িয়ে গেছেন আমির।
শ্রীলঙ্কাকে সম্প্রতি ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সিরিজে ৪ উইকেট দখল করেন চলতি বছরের জুলাইতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো আমির। শেষ ম্যাচে ৫০ রানের বিনিময়ে ৩ উইকেট পান তিনি।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নতুন বলে আমিরের সঙ্গী উসমান শিনওয়ারিরও। এই বাঁহাতি ২৮ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে তার শিকার ছিল মোট ৬ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। তিনি আছেন ১৬তম স্থানে। তিন ধাপ এগোনো হারিস সোহেলের অবস্থান ৩২তম। শ্রীলঙ্কার দানুস্কা গুনাথিলাকা সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করার সুফল হিসেবে ক্যারিয়ারসেরা ৭০তম স্থানে উঠে এসেছেন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন নেই। শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে একই দেশের পেসার জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
Comments