শাহজালালে যাত্রীর পেটে ২,২৮০ ইয়াবা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীর পেট থেকে ২ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
পুলিশ বলছে, গতকাল সন্ধ্যায় এ ঘটনায় আটক মো. শাকিল মিয়া (২৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার আবিরের কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছেন।
এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পারভেজের অর্থায়নে ইয়াবা বহন করার কথা জানিয়েছেন শাকিল।
বিমানবন্দরে সন্দেহজনক ঘুরাঘুরির কারণে শাকিলকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Comments