পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত
পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের কাছে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি ভিড়তে পারছে না। ১৬টি ফেরির মধ্যে মাত্র ৩টি ফেরি চলাচল করছে।
অন্য ফেরিগুলো দীর্ঘদিনের পুরাতন হওয়ায় স্রোতের বিপরীতে চলতে পারছে না। এ কারণে সেগুলোকে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
এদিকে, তীব্র স্রোতের কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিক বিবেচনা করে গতকাল দুপুর থেকে এই পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের কাছে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘাটে ফেরিগুলো ভিড়তে পারছে না। সকাল ১১টা পর্যন্ত ১২টি ফেরি কোনোরকমে চলতে পেরেছে। এরপর স্রোতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় মাত্র ৩টি ফেরি চলতে পারছে। অন্য ফেরিগুরো পুরাতন হওয়ায় সেগুলো বিদ্যমান স্রোতের বিপরীতে চলতে পারছে না।
এছাড়া, তীব্র স্রোতের কারণে ফেরি চালাচলে বেশি সময় লাগছে। তবে পাটুরিয়ার তুলনায় দৌলতদিয়া ঘাট এলাকায় স্রোতের তীব্রতা বেশি।
তিনি বলেন, “যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে যাত্রীবাহী বাসগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ কারণে ঘাটে অপেক্ষমাণ বাসের সংখ্যা কম।”
পাটুরিয়া ঘাট এলাকায় তিনশোর মতো ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
আজ (৫ অক্টোবর) সকালে পাটুরিয়া ঘাট এলাকায় অর্ধশতাধিক বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এদিকে, বিআইডব্লিউটির আরিচা অঞ্চলের উপ-পরিচালক (নৌ-পরিবহন) ফরিদুল ইসলাম বলেন, “তীব্র স্রোতের কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিক বিবেচনা করে গতকাল দুপুর থেকে এই পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লঞ্চ চলাচল শুরু হবে।”
Comments