আওয়ামী লীগের সম্মেলনে ককটেল হামলা, আহত ৭

kushtia.jpg
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পরপরই ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এবং দলীয় সূত্রে জানা গেছে, শামীম আহমেদকে সভাপতি এবং উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পর গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় মাঠে কমপক্ষে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এসময় ঘটনাস্থলে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু এবং ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা উপস্থিত ছিলেন।

নতুন কমিটি ঘোষণা দেওয়ার পর সাধারণ সম্পাদক পদপ্রার্থী রতন আলী তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এরপরই ককটেলগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এতে কুষ্টিয়া জেলা পরিষদের কাউন্সিলর ও প্যানেল সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুলসহ সাতজন আহত হন।

আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পদ না পাওয়ার ক্ষোভে রতন আলী ও তার ভাই পবনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শামীমুল ইসলাম ছানা।

রতন আলী অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আওয়ামী লীগের বাইরের লোকজনকে নিয়ে এই কমিটি করা হয়েছে।”

ঘটনার সত্যতা স্বীকার করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ ওবায়দুল্লাহ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

4h ago