কোষ নিয়ে গবেষণায় চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি টের পায় ও সে অনুযায়ী মানিয়ে নেয় সে সম্পর্কে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কেলিন, গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র্যাটক্লিফ ২০১৯ সালের চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে এ বছরের প্রথম নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এর পর ক্রমান্বয়ে সুইডেন ও নরওয়ে থেকে পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করার সময় তাদের অবদান সম্পর্কে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এক বিবৃতিতে বলা হয়, জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে তাদের আবিষ্কারের মাধ্যমে। বিজয়ীরা পুরস্কারের অর্থমূল্য হিসেবে ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা (৯১৩,০০০ মার্কিন ডলার) পাবেন।
বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
Comments