বাড়ানো হয়নি এনসিএলের ম্যাচ ফি
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর এবারের আসরে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো ছিল জোর আলোচনায়। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও জানিয়েছিলেন, এই ব্যাপারটা নিয়ে ভাবছেন তারাও। কিন্তু সবই থেকে গেছে ভাবনার পর্যায়েই। এবারও আগেরবারের সমমান থাকছে ম্যাচ ফি। বাড়ানো হয়নি ভ্রমণ ভাতা, দৈনন্দিন ভাতাও।
এবারও তাই প্রথম স্তরের দলগুলোর ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন ৩৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরের বেলায় তা ২৫ হাজার টাকা। ভ্রমণ ভাতা হিসেবে ক্রিকেটাররা পাবেন আড়াই হাজার টাকা করে। দৈনন্দিন ভাতা হিসেবে প্রতিদিন মিলবে দেড় হাজার টাকা।
দুই স্তরে অংশ নেওয়া আট দলই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পাচ্ছে ৬ লাখ টাকা করে। প্রথম স্তরের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকার পুরস্কার। দ্বিতীয় স্তর থেকে চ্যাম্পিয়ন হয়ে যারা প্রথম স্তরে উঠবে তারা পাবে ৫ লাখ টাকা। প্রথম স্তরের রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। দ্বিতীয় স্তরের রানার্সআপ দলের জন্য এমন কোন পুরস্কার থাকছে না।
আগের মতই প্রথম স্তরের ম্যাচ সেরা ক্রিকেটার পাবেন ২৫ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা পাবেন ১ লাখ টাকা। সর্বোচ্চ রান আর উইকেট পাওয়া ক্রিকেটাররা পাবেন ৭৫ হাজার টাকা করে।
এই স্তরে একটি ম্যাচ জিতলেই দলগুলোর জন্য বোনাস হিসেবে থাকছে ৮০ হাজার টাকা করে পুরস্কার।
দ্বিতীয় স্তরে ম্যাচ সেরা ক্রিকেটারের প্রাইজমানি ২০ হাজার টাকা। টুর্নামেন্ট সেরার জন্য আছে ৫০ হাজার। সর্বোচ্চ রান ও বেশি উইকেটের জন্যও ৫০ হাজার টাকার পুরস্কার।
এই স্তরে একটি ম্যাচ জিতলে মিলবে ৭৫ হাজার টাকার বোনাস।
Comments