অবসরে শোয়েইনস্টেইগার

bastian schweinsteiger
ছবি: এএফপি

পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন জার্মান তারকা বাস্টিয়ান শোয়েইনস্টেইগার। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের শিরোপা জেতার তৃপ্তি নিয়ে অবসরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফুটবলকে বিদায় জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন এই ৩৫ বছর বয়সী মিডফিল্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল শিকাগো ফায়ারের হয়ে খেলা শোয়েইনস্টেইগার লিখেছেন, চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন তিনি।

‘আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলগুলোকে- বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, শিকাগো ফায়ার ও জার্মানি জাতীয় দলকে। অবিশ্বাস্য সময় পার করাটা এদের জন্যই সম্ভব হয়েছে।’

শোয়েইনস্টেইগারের ১৭ বছর দীর্ঘ ক্যারিয়ারের শুরুটা হয়েছিল শৈশবের ক্লাব বায়ার্নে। ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাভারিয়ানদের হয়ে মাঠ মাতান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ৫০০টি ম্যাচ। জেতেন আটটি জার্মান বুন্দেসলিগা শিরোপা। ২০১৩ সালে স্বাদ নেয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার। এরপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুম কাটিয়ে ২০১৭ সালে শিকাগোতে পাড়ি জমান তিনি।

ছয় ফুট উচ্চতার শোয়েইনস্টেইগারের ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত এসেছিল ২০১৪ সালে। ব্রাজিলের মাটিতে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির জার্সিতে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয় তার। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ১২১টি ম্যাচ খেলেন তিনি, গোল করেন ২৪টি।

জার্মানির বর্তমান কোচ জোয়াকিম লো শোয়েইনস্টেইগারকে সর্বকালের অন্যতম সেরা জার্মান ফুটবলার হিসেবে অভিহিত করেছেন। তিনি যোগ করেছেন, ‘বড় মাপের খেলোয়াড়, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন। সদা সৎ, সদা প্রাণবন্ত।’

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago