নিউজিল্যান্ডে যুবাদের জয়রথ থামল

bangladesh u19 and new zealand u19
ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটার

টানা তিন ওয়ানডে জেতার পর থামতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। চার ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে চ্যালঞ্জিং সংগ্রহ গড়েছিল যুবারা। তবে বোলাররা আগের ম্যাচগুলোর মতো লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি এদিন, বেঁধে রাখতে পারেননি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে।

বুধবার (৯ অক্টোবর) বার্ট সাটক্লিফ ওভালে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা বাংলাদেশের যুবারা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান তোলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ১২ ওভারে ৭১ রান যোগ করে দলকে ভালো শুরু পাইয়ে দেন। তানজিদ স্বভাবসুলভ মারমুখী ব্যাটিংয়ে করেন ৪৪ বলে ৫১ রান। পারভেজের ব্যাট থেকে আসে ৮২ বলে ৫৫ রান।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেন দ্রুত বিদায় নেওয়ার পর পঞ্চম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয় ও আকবর আলি। তাদের কল্যাণে তিনশো ছুঁইছুঁই সংগ্রহ পায় সফরকারীরা। হৃদয় দলের পক্ষে ৭৭ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন। অধিনায়ক আকবর ঝড়ো ব্যাটিংয়ে ৬৬ রান করেন ৪৪ বল খেলে।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডিবি হ্যানকক। তিনি অবশ্য ছিলেন খরুচে। ৯ ওভারে দেন ৭৩ রান। ২ উইকেট পান জেএম টাশকফ।

লক্ষ্য তাড়ায় ৫ বল হাতে রেখে ৬ উইকেট খুইয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন এফএফ লেলম্যান। টাশকফ অপরাজিত থাকেন ৬৬ রানে। এছাড়া ওজে হোয়াইট ৪৫ ও ডব্লিউজে ক্লার্ক ৩৪ রান করেন। বাংলাদেশের হয়ে ৭৮ রানে ৩ উইকেট শিকার করেন আসাদউল্লাহ গালিব।

একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৯৫/৮ (তানজিদ ৫১, পারভেজ ৫৫, মাহমুদুল ১৩, শাহাদাত ১২, হৃদয় ৭৩, আকবর ৬৬, শামিম ০, অভিষেক ১৩*, শরিফুল ০, মুরাদ ১; ফিল্ড ১/৬৩, হ্যানকক ৩/৭৩, টাশকফ ২/৩৯, জ্যাকসন ০/৩৮, ম্যাকেঞ্জি ১/৪৫, অশোক ১/৩৪)

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.১ ওভারে ২৯৬/৬ (হোয়াইট ৪৫, ভিশভাকা ৮, লেলম্যান ৭৬, ক্লার্ক ৩৪, টাশকফ ৬৬*, ম্যাকেঞ্জি ১৩, পোমারে ১০, অশোক ২৪*; শরিফুল ১/৪১, অভিষেক ১/৪৮, শামিম ০/৪৩, গালিব ৩/৭৮, হৃদয় ০/২৯, মুরাদ ০/৫১)।

ফল: নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago