আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে চোটে কাবু জার্মানি

চোটের কারণে এক ঝাঁক তারকা ছিটকে গেছেন আগেই। সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে ইলকাই গুন্দোগান ও জোথাথান টাহের নাম। দলের নিয়মিত খেলোয়াড়রা এভাবে চোটগ্রস্ত হয়ে পড়ায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে জার্মানির কোচ জোয়াকিম লোকে।
joachim low
জোয়াকিম লো। ছবি: এএফপি

চোটের কারণে এক ঝাঁক তারকা ছিটকে গেছেন আগেই। সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে ইলকাই গুন্দোগান ও জোথাথান টাহের নাম। দলের নিয়মিত খেলোয়াড়রা এভাবে চোটগ্রস্ত হয়ে পড়ায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে জার্মানির কোচ জোয়াকিম লোকে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও আর্জেন্টিনা। ম্যাচের ভেন্যু প্রখ্যাত জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিনিয়াল ইদুনা পার্ক।

আগেই নিশ্চিত করা হয়েছিল যে, টনি ক্রুস, লেরয় সানে, অ্যান্টোনিয়ো রুডিগার, টিমো ভার্নার, লিয়ন গোরেৎজকা ও মাথিয়াস গিন্টার আলবিসেলেস্তেদের বিপক্ষে ম্যাচে থাকছেন না। আগের দিন সংবাদ সম্মেলনে লো জানান, নতুন করে চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গুন্দোগান ও বেয়ার লেভারকুসেনের ডিফেন্ডার টাহ।

টাহ শারীরিকভাবে অসুস্থ। গুন্দোগানের রয়েছে পেশির সমস্যা। তবে আগামী রবিবার ২০২০ উয়েফা ইউরোর বাছাইপর্বে এস্তোনিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে। এই দুজন ছিটকে যাওয়ায় দলে ডাকা হয়েছে রবিন কচ ও সেবাস্টিয়ান রুডিকে।

সবমিলিয়ে তাই বেশ বিপাকে পড়েছেন লো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আপনাকে মেনে নিতে হবে। এটা এমন কোনো পরিস্থিতি না যা আমি চেয়েছি বা কখনও চাইব। এটা আদর্শ পরিস্থিতি না। এত জনের অনুপস্থিতির বিষয়টা বিরল।’

তাই আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে চোটে কাবু দলের কাছে খুব বেশি কিছু প্রত্যাশা করছেন না তিনি, ‘এটা শঙ্কাজনক পরিস্থিতি এবং মোটেও সুখকর নয়। এই দলের কাছে ব্যাপক প্রত্যাশা রাখাটা তাই কঠিন। তবে আর্জেন্টিনা শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় দল সুসংগঠিত ও মনোযোগী থাকবে।’

শঙ্কা রয়েছে তারকা ফরোয়ার্ড মার্কো রয়িসকে নিয়েও। ডর্টমুন্ডের ঘরের ছেলে বনে যাওয়া এই ফুটবলারের হাঁটুতে হালকা চোট রয়েছে। তার সম্পর্কে লো জানান, ‘আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে।...দেখা যাক তাকে খেলানো যায় কি-না।’

আর্জেন্টিনাও তাদের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া আতিথ্য নেবে পুরনো শত্রু জার্মানির। ছয়বারের ফিফা বর্ষসেরা বার্সেলোনা তারকা রয়েছেন তিন মাসের নিষেধাজ্ঞায়। মেসির মুখোমুখি হতে না পারার বিষয়টিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন তার ক্লাব সতীর্থ ও জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।

Comments