আবরার হত্যা মামলার আরো ১ অভিযুক্ত সিলেট থেকে গ্রেপ্তার
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আরো এক অভিযুক্তকে সিলেটের শাহ কিরণ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ পুলিশ।
আজ (১১ অক্টোবর) ভোর ৪টায় বুয়েটের মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তারকৃত মাজেদুল বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার একজন এজহারভুক্ত আসামি।
তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ ধানমন্ডি ডিবি পুলিশের একটি দল সিলেটের শাহ কিরণ এলাকায় অভিযান চালিয়ে আজ ভোর ৪টার দিকে মাজেদুলকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আজ আদালতে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
আবরার হত্যা মামলায় এখন পর্যন্ত মাজেদুলসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার কেরা হয়েছে।
Comments