রাব্বির তোপ সামলে জাকিরের প্রতিরোধ

প্রথম দিন টসই হয়নি। বৃষ্টি ভেজা মাঠ শুকাতে দ্বিতীয় দিনেরও বেশিরভাগ সময় লেগে লেগ। খেলা হলো কেবল ৩১ ওভার। তাতে পেসার কামরুল ইসলাম রাব্বি দেখিয়েছেন রুদ্রমূর্তি। তা সামলে সিলেটের ত্রাণকর্তা জাকির হাসান।
কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দেন সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না।

প্রথম দিন টসই হয়নি। বৃষ্টি ভেজা মাঠ শুকাতে দ্বিতীয় দিনেরও বেশিরভাগ সময় লেগে লেগ। খেলা হলো কেবল ৩১ ওভার। তাতে পেসার কামরুল ইসলাম রাব্বি  দেখিয়েছেন রুদ্রমূর্তি। তা সামলে সিলেটের ত্রাণকর্তা জাকির হাসান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন বেলা তিনটায় শুরু হয় দ্বিতীয় স্তরের এই ম্যাচ। খেলা হয়েছে এক সেশনের মতো। তাতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৬৮ রান নিয়ে দিন পার করেছে সিলেট বিভাগ।

ভেজা মাঠ দেখে টস জিতে সিলেটকে ব্যাটিং পরীক্ষায় পাঠায় বরিশাল। জাতীয় দল থেকে বাদ পড়া পেসার রাব্বি প্রথম স্পেলেই ফেরান ইমতিয়াজ হোসেন ও তৌফিক খানকে। রাহাতুল ফেরদৌস আউট হন তৌহিদুল ইসলামের বলে। ৩৬ রানে ৩ উইকেট হারানো সিলেট এরপর দিশা পায় জাকিরের ব্যাটে। অধিনায়ক অলক কাপালীকে নিয়ে এই তরুণ পার করেন দিনের বাকিটা সময়। ৬২ বলে ৩২ রানে অপরাজিত আছেন বাঁহাতি জাকির। অলক খেলছেন ৬৬ বলে ৮ রান করে। দুজনের জুটিতে এসেছে ৩২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

সিলেট ১ম ইনিংস: ৩১ ওভারে ৬৮/৩ (ইমতিয়াজ ৬, তৌফিক ১৬, রাহাতুল ৪, জাকির ৩২*, কাপালী ৮*, রাব্বি ১০-৩-১৩-২, তৌহিদুল ৮-২-২৬-১, মোসাদ্দেক ৫-০-১৫-০, মনির ৫-৩-৮-০, তানভীর ২-১-৪-০, আশরাফুল ১-০-১-০)

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

11h ago