মুশফিকদের ধসিয়ে আলো ছড়ালেন তরুণ পেসার সুমন

Sumon Khan
ছবি: সংগ্রহ

আগের দিনই প্রথম স্পেলে ২ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সুমন খান। ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণীর ম্যাচে প্রথম পাঁচ উইকেট নিতে এদিন আর সমস্যা হয়নি। আরও ২ উইকেট নিয়ে রাজশাহীকে ধসিয়ে দলকে এনে দিয়েছেন লিড। দ্বিতীয় ইনিংসে রকিবুল হাসান-তাইবুর পারভেজের ব্যাটে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে ঢাকা।

ফতুল্লায় ঢাকা বিভাগের ২৪০ রানের জবাবে ১৯৭ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। তাতে ৫০ রানে ৫ উইকেট নিয়ে হিরো ডানহাতি ঊনিশ পেরুনো পেসার সুমন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান তুলে ফেলে ২৪৯ রানের লিড নিয়ে নিয়েছে ঢাকা বিভাগ।

আগের দিনের ৬ উইকেটে ১৭৩ রান নিয়ে নেমে আর মাত্র ২৪ রান যোগ করে মুশফিকুর রহিমদের রাজশাহী। দুই পেসার সুমন আর সালাউদ্দিন শাকিল মিলে মুড়ে দেন রাজশাহীর লেজ।

৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি ঢাকার। দুই ওপেনার আব্দুল মজির আর রনি তালুকদার ফেরেন দ্রুত। থিতু হয়ে আউট হন জয়রাজ শেখ। ঢাকাকে টানেন চারে নামা অভিজ্ঞ রকিবুল আর আগের ইনিংসের হিরো তাইবুর। দুজনের ৯৫ রানের জুটিতেই কেটে যায় ফাড়া। ১২৮ বলে ৬৫ করা রকিবুলকে বোল্ড করে জুটি ভেঙেছিলেন ফরহাদ রেজা।

এরপর মোহাম্মদ শাকিল  শুভাগত হোমও ফেরেন দ্রুত। কিন্তু তাইবুরকে টলানো যায়নি। ৬৫ রানের ইনিংস খেলে ৬৫ রানে অপরাজিত আছেন এই ডানহাতি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago