ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচ স্মরণীয় করতে পারলেন না রামোস
বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে ছাড়িয়ে স্পেনের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সার্জিও রামোস। তবে উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে পারেননি এই তারকা ডিফেন্ডার। শেষ মুহূর্তে গোল হজম করায় নরওয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে উয়েফা ইউরো ২০২০ এর মূল পর্বে ওঠার অপেক্ষা বাড়িয়েছে স্প্যানিশরা।
শনিবার রাতে বাছাই পর্বের 'এফ' গ্রুপের ম্যাচে নরওয়ে ঘরের মাঠে রুখে দিয়েছে স্পেনকে। ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সাউল নিগেজের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে স্পট-কিক থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান জশুয়া কিং।
অসলোতে খেলতে নেমেই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও সেইন্ট ইকার খ্যাত ক্যাসিয়াসকে টপকে যান রামোস। নরওয়ের বিপক্ষে ম্যাচটি দিয়ে জাতীয় দলের হয়ে রেকর্ড ১৬৮তম বারের মতো মাঠে নামেন তিনি। ২০১৬ সালে অবসরে যাওয়া ক্যাসিয়াস লা রোহাদের হয়ে ১৬৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন।
ম্যাচের শুরুতে দাপট ছিল স্পেনের। ধীরে ধীরে অবশ্য ম্যাচে ফেরে নরওয়ে। তারা পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় অতিথিদের রক্ষণে। জমে ওঠে লড়াই। তবে কোনো গোল হয়নি প্রথমার্ধে। বিরতির পরও দুর্দান্তভাবে শুরু করে স্পেন। ৪৭তম মিনিটে তারা এগিয়ে যায় সাউলের কল্যাণে। গোলের জোগানদাতা সার্জিও বুস্কেতস।
পিছিয়ে পড়ে তেতে ওঠে স্বাগতিকরা। বিপরীতে স্পেন বেছে নেয় রক্ষণাত্মক কৌশল। তা প্রায় কাজেও লেগে গিয়েছিল। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখেন রামোসরা। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে তাদের গোলরক্ষক কেপা আরিজাবালাগা ডি-বক্সে ফাউল করে বসেন ওমর এলাব্দেল্লাওইকে। এরপর পেনাল্টি থেকে বল জালে পাঠান কিং।
টানা ছয় ম্যাচ জেতার পর বাছাইয়ে পয়েন্ট খুইয়েছে রবার্তো মোরেনোর শিষ্যরা। নরওয়েকে হারাতে পারলেই তারা পেয়ে যেত ইউরোর মূল পর্বের টিকিট। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে 'এফ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোমানিয়া। চার নম্বরে থাকা নরওয়ের অর্জন ১০ পয়েন্ট।
Comments