বৈধ চালকদের হাতে রজনীগন্ধা দিলেন পুলিশ সুপার

১৩ অক্টোবর ২০১৯, মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় চলাচলরত বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। ছবি: স্টার

বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা দিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

আজ (১৩ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় চলাচলরত মোটরসাইকেল চালকদের হাতে ফুল তুলে দেন তিনি।

একইসঙ্গে, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট না পড়ার কারণে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলাও করা হয়।

অভিযান সকাল ১১টায় শুরু হয়ে চলে ১টা পর্যন্ত।

সচেতন মোটরসাইকেল চালকের গ্রুপ ‘মানিকগঞ্জ বাইক রাইডারস’-এর সদস্যরা এই কর্মসূচীতে সহযোগিতা করেছে বলে জানিয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, সব মোটরসাইকেল চালককে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

13h ago